-একই মেন্যু, একই থালা, একই বয়সী ছোট্ট কিছু মুখ।
কোন মারামারি নেই, ধাক্কাধাক্কি নেই। শৃঙ্খলা শেখাতে খাবারের চেয়ে সুন্দর বিষয় আর কি হতে পারে?
অভাব অনটনের মাঝে বড় হয় বলে সব সময় সংগ্রাম করতে হয় ক্ষুধার বিরুদ্ধে। তাই বস্তির শিশুরা পরিবেশগত কারণে নির্দয় হয়। সে শিশুদের মাঝে পারস্পরিক ভালোবাসা আর সহমর্মিতা জন্মাতে আমাদের ছোট্ট প্রচেষ্টা।
.
Social Plugin