নিজেকে আগে চিনো


 একটা মানুষের জন্য আপনি নিজের সর্বস্ব উজার করে দিচ্ছেন,মানুষটাকে সর্বোপরি গুরুত্ব দিচ্ছেন,সেই মানুষটা যদি আপনার সঠিক মূল্যায়ন করতে না পারে,তবে কেন শুধু শুধু তার পিছনে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন?


মানুষটাকে ভালোবাসেন বলে?

আরে বাদ দিন তো এইসব ভালোবাসা!

এসব ভালোবাসার নামে কেবল নিজেকে নিজে ঠকানো,এছাড়া আর কিছু নয়।


যাকে ভালোবেসে ভালো থাকা যায় না,যাকে ভালোবাসার বিনিময়ে কেবল উপেক্ষা পেতে হয়;সেই ভালোবাসার কি মূল্য আছে?এর থেকে মানুষটার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একা থাকুন–আর ভুলতে না পারলে তাকে দূর থেকে ভালোবাসুন না,তাতে ক্ষতি কি?


যে আপনাকে ভালোই বাসে না,তার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেও কেবল দুঃখ পেতে হবে!কার জন্য এত কষ্ট করছেন?যে কিনা আপনার অনুভূতি কিংবা বিশ্বাসের ছিটেফোঁটারও মূল্য দিচ্ছে না!


ভণ্ডদের যুগে কারো মন থেকে ভালোবাসা পাওয়াটা যে বড্ড দুর্লভ!আর এটা সেই মানুষটা বুঝবে না,যাকে আপনি দিনের পর দিন ভালোবেসে যাচ্ছেন পাগলের মতো!


ভালোবাসতে হলেই তাকেই ভালোবাসুন;

যে আপনার জন্য আপনার মতোই আগ্রহী,যে আপনাকে ঠিক আপনার মতোই গুরুত্ব দেয়,যে আপনাকে ছাড়া আর দ্বিতীয় কিছু বুঝে না।


সম্পর্কে আগ্রহ কিংবা গুরুত্ব যদি একতরফা হয়,তবে তা কেবল আপনাকে হতাশই করবে!আপনার জন্য যে এক কদম এগিয়ে আসে,তার জন্য আপনি শত কদম এগিয়ে যান।আর তাতে আর যাই হোক,আপনাকে কখনোই কষ্ট পেতে হবে না। কিন্তু আপনি শত কদম এগুনোর পরেও যে মানুষটা এক কদম এগিয়ে আসার সাহস পায় না,তার কাছ থেকে কষ্ট ছাড়া কিচ্ছু পাবেন না!


মনে রাখবেনঃ

কখনোই তার জন্য অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন না;যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না,আপনার কষ্ট বুঝতে পারে না!আপনার এমন অতিরিক্ত ভালোবাসায় তার বদহজম হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি!


কলমেঃ এন এম মাহমুদ। 


[ রিপোস্ট ]